আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম সদর হাসপাতালের সামনে সচেতন যুব সমাজ কুড়িগ্রাম এর ব্যানারে, ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক সংখ্যা বৃদ্ধি, রোগীদের উন্নতমানের খাবার পরিবেষণ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ, নিয়ম মেনে ঠিকাদার নিয়োগ এবং চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১২টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন- কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুর রহমান মমিন। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ রাসেল আহমেদ, যুবলীগ নেতা ও ঠিকাদার ব্যাবসায়ী মোঃ আকরাম হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা দারিদ্র্যতম কুড়িগ্রাম জেলার একমাত্র জেনারেল হাসপাতালে চিকিৎসক সংখ্যা বৃদ্ধি, রোগীদের উন্নতমানের খাবার পরিবেষণ, পর্যাপ্ত ঔষধ সরবরাহ, বিভিন্ন অনিয়ম বন্ধ এবং চিকিৎসা সেবার মানোন্নয়নের দাবি জানান।
Leave a Reply