আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় প্যাডেল চালিত ভ্যানে গাঁজা নিয়ে যাওয়ার সময় মো. মজনু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বোর্ডবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ভ্যানের বডিতে ফিটিং করা অবস্থায় ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের একটি টিম।
পুলিশ জানায়, আটক মজনু মিয়ার বাড়ি বগুড়ার গাবতলী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আটক হওয়া মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, কুড়িগ্রামে মাদক নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিত চলবে। এ ক্ষেত্রে আমরা সবার সম্মিলিত সহযোগিতা আশা করছি।
Leave a Reply