আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সালাম রফিক জব্বার শফিউর বরকত সহ নাম না জানা সকল শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মাতৃভাষা বাংলা। পাকিস্তানিরা উর্দু কে রাষ্ট্র ভাষা হিসেবে যখন স্বীকৃতি দিতে চেয়েছিল ঠিক তখনই বিশ্বের ইতিহাসে একমাত্র ভাষার জন্য জীবন দিয়ে বীরের জাতি হিসেবে বাঙ্গালি তার পরিচয় দিয়েছে। অবশেষে রাষ্ট ভাষা বাংলা আমরা পেয়েছি। শুধু তাই নয় ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এরই অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার লোকজন ফুল দিয়ে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
রাত ১২ টা ১ মিনিটে প্রথমে শ্রদ্ধা জানান কুড়িগ্রাম সদর আসনের মাননীয় সংসদ সদস্য ডা: হামিদুর হক খন্দকার, এসময় আরও শ্রদ্ধা জানান কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুর আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ায়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী, জেলা আওয়ায়ামীলীগের সাধার সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ায়ামীলীগ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সরোয়ার হোসেন সঞ্জু, বানী ইসরাইল বকশী লিনাদ, এ কে এম আনোয়ার সাঈদ তিতু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্রসমাজ এবং সাধারন জনগন।
Leave a Reply