আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
এলজিইডি প্রভাতি প্রকল্পের আওতায় কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রামে ২৬০ জন বেকার যুবক ও যুব মহিলাদের ১৩টি ট্রেডের আওতায় ৪৫দিন মেয়াদি এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় বক্তব্য দেন- টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহবুবুল আলম সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply