আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
নিজের বাল্যবিয়ে ঠেকিয়েছে কুড়িগ্রামের সরকারপাড়া গ্রামের এক কিশোরী। বাল্যবিয়ে ঠেকানো এই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ছে।
জানা যায়, অভাবের কারণে এই কিশোরীর বাবা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এই কিশোরী ছাড়াও তার আরও দুই সন্তান আছে। প্রতিবেশীদের উস্কানিতে পরিবার তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।
ভুক্তভোগী কিশোরী জানায়, “আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাইলে আমি অনেক কষ্টে সেই বিয়ে আটকাই। আমার প্রতিবেশীরা আমাকে সাহায্য করতে আসেনি।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরীর বাবার আগ্রহ থাকলেও তার পড়াশোনায় বাধ সাধেন কিশোরীর মা। মায়ের বাধার কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যা হয় তার।
এই কিশোরীর স্বপ্ন সে একদিন নিজের পায়ে দাঁড়াবে।
সে বলে, “যখন আমি আমার স্বপ্নের কথা ভাবি,তখন আমার বাঁচার আশা জাগে। আমি পড়াশোনা শেষ করে শিক্ষক হতে চাই। ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষা দিতে চাই। যাতে তারা আমার মতো নির্যাতিত না হয় এবং অন্যায়ের প্রতিবাদ করে।”
Leave a Reply