মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার দেউলমূড়া জি আর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(০৭ ফেব্রুয়ারী ২০২৪) বুধবার সকালে দেউলমুড়া জি আর মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে ২০২৪ ইংরেজী সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুস্ঠান অনুস্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রুবা খাতুন।
সকাল ১১.০০ঘটিকায় কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়।প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোঃ রফিকুল ইসলাম নান্নু বলেন, পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বৃন্দ।
Leave a Reply