মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-
বেশ কয়েক দিন পর তীব্র শীত আর ঘন কুয়াশা কেটে ঝলমলে রোধ বের হওয়ার ফলে শীতের দাপট কমে যাওয়ায় অবশেষে স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জের মানুষের মাঝে।
টানা কয়েক দিন সত্য প্রবাহর কারণে ঘন কুয়াশা আর তীব্র শীতে বাড়িয়ে দিয়ে ছিল শীতের দাপট। অতিরিক্ত ঠান্ডার কারনে সড়কে যাতায়াত কমে গিয়ে ছিল বিভিন্ন ধরনের যানবাহন ও সাধারণ মানুষের। ফাকা হয়ে পড়ে ছিল জেলার বিভিন্ন হাটবাজারগুলোও। এতে করে চরম দুর্ভোগে ছিলেন, ছিন্নমূল ও খেটে খাওয়া অসহায় মানুষেরা।
এদিকে জেলার রায়গঞ্জের বেশ কয়েকজন সিএনজি, অটোভ্যান ও ইজিবাইক চালকেরা জানান, বেশ কিছুদিন পর শীত কমে যাওয়ায় সড়কে প্রচুর যাত্রী পাওয়া যাচ্ছে। রোজগারো হচ্ছে বেশ ভালো। ৬ ফেব্রুয়ারী ২০২৪ সারাদিন একটু মেঘলা আকাশ থাকলেও শীত ছিল খুবই কম। এদিকে বেশ কয়েকদিন পর শীত কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে জেলা উপজেলার মানুষের মাঝে।
Leave a Reply