1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার ‘বন্ধু’ সংগঠনের সৌজন্যে শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত কুড়িগ্রামে ডিজেল পাচার কালে আটক ২ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক যুবক আটক নেত্রকোনা বারহাট্টয় যুবপুরামের উদ্যোগে হুইসেল ব্লোয়ারদের অন্তর্ভুক্তি সভা অনুষ্ঠিত ব্রহ্মপুত্রের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থার দাবিতে নদীতীরে মানববন্ধন মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা দোকান উচ্ছেদের নামে হামলা, লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ কুড়িগ্রামে পিলখানা হত্যা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে গম চাষে ভালো দামের সম্ভাবনা

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় গম চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবছর উপজেলায় ব্যাপক গম চাষ করা হয়েছে। গমের সবুজ পাতার সমারোহ চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মাঠজুড়ে।
গম চাষিদের আশা, এবার প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মণ করে গমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাজারেও দাম তুলনামূলক অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যারা গম চাষ করেছেন তারা ভালো স্বাবলম্বী হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও ফলন ভালো হওয়ায় ব্যাপক লাভের আশা করছেন এই এলাকার কৃষকেরা।
জানা গেছে, অনেক কৃষক আমন ধান তোলার পরে আলু বা সরিষা রোপণ না করে গম চাষ করেছেন। টানা কয়েক বছর ধরে গমের ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় চলতি মৌসুমে উপজেলায় ব্যাপক পরিমাণে গমের চাষাবাদ করেছে চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে গম চাষের লক্ষ্যমাত্রা ৬শত ৯০ হেক্টর। উপজেলা কৃষি অফিস থেকে ক্ষুদ্র ও প্রান্তিক গম চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তাদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেওয়া অব্যহত রয়েছে।
সরেজমিনে উপজেলার তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, গম চাষের সমারোহ। মাঠজুড়ে শোভা পাচ্ছে গমের সবুজ পাতা। অল্প কিছুদিনের মধ্যে গমের শীষ পুরোপুরি বের হয়ে আসবে। অথচ কালের বিবর্তনে দিন দিন বিলুপ্তির পথে যেতে বসেছে গমের চাষ। একসময় উপজেলার প্রতিটি মাঠজুড়ে করা হতো ব্যাপক পরিমাণে গম চাষ। কিন্তু বর্তমানে কৃষক আলু চাষের দিকে বেশি ঝুঁকছেন। ফলে গম চাষ দিন দিন হারিয়ে যাচ্ছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের গম বীজ সরবারাহ করায় কৃষকরা গম চাষে বেশি ঝুঁকছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার ১৩টি ইউনিয়নে চলতি মৌসুমে গমের ব্যাপক চাষাবাদ হয়েছে। পাশাপাশি গত বছরের চেয়ে এ বছরও ভালো ফলনের পাশাপাশি ভালো দামের স্বপ্ন বুনছেন চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সরাসরি কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতাসহ মাঠ পর্যায়ে গিয়ে গমখেত দেখে বিভিন্ন পরামর্শ দেওয়ায় কৃষকরা গমের চাষাবাদ বাড়িয়েছেন।
চরাঞ্চলের টিপমা এলাকার মহিল উদ্দিন জানান, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে বীজ ও সার নিয়ে ৩৩ শতক জমিতে গম চাষ করেছি। এ পর্যন্ত খরচ হয়েছে ৮ হাজার টাকা। গম উঠানো পর্যন্ত আরও খরচ হবে ৭ হাজার টাকা। মোট খরচ হবে ১৫ হাজার টাকা। ফলন দেখে আশা করছি এবার ১৮ মণ গম হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, চরাঞ্চলে আমার ব্লকের মধ্যে নন্দুনেফড়া, শুকদেব, কাজির চক ও টিটমা এলাকায় মোট ৬৫টি গমের প্রদর্শনী রয়েছে। এসকল গম চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তাদেরসহ আমার ব্লকের সকল গম চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ায় এবার গমের বাম্পার ফলনের আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. মোশারফ হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার গমের আবাদ অনেক বেশি হয়েছে। আমরা প্রতিনিয়ত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এ বছর কৃষকরা গমের ভালো ফলন পাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ