আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টর খাদে পড়ে শহিদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ার চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরে শহিদুল ওই ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়ের ঝগড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের উপরে থাকা কিশোর শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply