আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আধুনিক মুক্তমঞ্চের উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ঐতিহ্যবাহী মঞ্চের উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, সিভিল সার্জণ ডা. মনজুর-ই-মুর্শেদ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকুসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গর্ভবতী নারী, প্রসূতি মা, শূণ্য থেকে ৩৬ মাসেরর শিশুর পুষ্টিসেবা ও কম-জন্ম ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে কমিউনিটি বেজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।
এছাড়াও অফিসার্স ক্লাবের আধুনিকায়নের উদ্বোধন ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শণ করেন।
Leave a Reply