কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, লাফসহ বিভিন্ন খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাত দিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সমাপনি খেলায় ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, লাফসহ বিভিন্ন খেলার আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
ইউএনও সিব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাডী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোরশেদ আলম, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply