আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকারের ফু্লবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে ফু্লবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম -আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকার, ইঞ্জিনিয়ার সলিমুল্ল্যা ব্যাপারী, যুগান্তরের সাংবাদিক আব্দুল আজিজ মজনু, কালবেলার সাংবাদিক অলিউর রহমান নয়ন, সমকালের সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন।
এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম বেলাল, দৈনিক ইত্তেফাক ও সকালের বাণীর সাংবাদিক অনিল চন্দ্র রায়, আমাদের সময়ের সাংবাদিক জিয়াউর রহমান, চাঁদনীবাজারের সাংবাদিক সিদ্দিকুর রহমান শাহিনসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা: হামিদুল হক খন্দকার ফুলবাড়ীসহ কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতায় কামনা করেন।
Leave a Reply