আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জন আসামিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ও ভোররাতে ৪ থানায় জিআর ওয়ারেন্টমূলে ৪ জন ও সিআর ওয়ারেন্ট মূলে ৮ জন, নিয়মিত মামলায় ৩ থানায় গ্রেফতার ৪ জন ও পূর্বের মামলায় ৪ জনসহ মোট ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে। ফৌজদারি অপরাধ চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
Leave a Reply