আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ১১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রৌমারী থানার উপ-পরির্দশক (এসআই) আনছার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কোমরভাঙ্গী গ্রামের আছমত আলী (৩৫), নটানপাড়া গ্রামের মশিউর রহমান (৪০), আব্দুর রাজ্জাক (৬০), সোহাগ হোসেন (১৬), মমিনা খাতুন (৫৫), মমিনুল হক (৩৮), জেসমিন আক্তার (২৫), খেওয়ারচর গ্রামের শিউলি খাতুন (৩৫), চুলিয়ার চর গ্রামের আলমগীর হোসেন (৩৫), সুখের বাতি গ্রামের সুখু মিয়া (৪৫)।
এছাড়াও জন্তিরকান্দা ইটভাটা এলাকায় জুয়া খেলার অপরাধে বাউশমারী গ্রামের রফিকুল ইসলাম (৩২) কে আটক করে পুলিশ। পরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের আদালতে রফিকুলকে নেয়া পর জুয়া খেলার অপরাধে আটক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়।
এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বুধবার ও বৃহস্পতিবার এ দু’দিনে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply