আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
চাঞ্চল্যকর কুড়িগ্রাম ডাক বিভাগ অফিসের অর্থ আত্মসাৎ মামলার রায় ধার্য্য ছিল আজ সকালে রংপুরে বিশেষ বিচারিক আদালতে। কুড়িগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাষ্টারসহ ৬ কর্মকর্তা ও কর্মচারীর ৯ বছরের সাজা দিয়েছেন স্পেশাল জজ আদালত।
কুড়িগ্রাম প্রধান ডাকঘরের লেজারে ভুয়া টাকার অংক, বাতিলকৃত সঞ্চয়পত্র দিয়ে টাকা উত্তোলন ও দৈনিক সিডিউল গায়েব করে একে অপরের সহযোগিতা ও যোগসাজশে অর্ধ লক্ষ সরকারি অর্থ আত্মসাৎ মামলায় প্রাক্তন সহকারী পোস্ট মাষ্টার আবুল কালাম আজাদসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে ৯ বছরের সাজা প্রদান করেছে স্পেশাল জজ আদালত রংপুর।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে সম্মানিত স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় দেন।
পলাতক দুই আসামি মওদুদ ও অশোক কুমার এর বিরুদ্ধে সাজা পরওয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয় বলেও জানান দুর্নীতি দমন স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ. কে. এম. হারুন উর রশিদ।
Leave a Reply