1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভারতের এক তরফা পানি প্রত্যাহারে অস্তিত্ব সংকটে কুড়িগ্রামের ১৬ নদ-নদী মাদক কারবারির বাড়িতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ কুড়িগ্রামে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে বর্ষবরণ উদযাপন কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার মা-মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় মাইকিং করে সংঘর্ষ মহাসড়কে অবৈধ যান ট্রাক্টরের চাপায় ঝড়লো তাজা ২ স্কুলছাত্রের প্রাণ চাঁপাইনবাবগঞ্জে আব্দুল হাকিম পিন্টুর খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ৫ কৃষককে মারধরে পতাকা বৈঠকে বিএসএফের দুঃখপ্রকাশ সীমান্তে ০৩ জন আসামীসহ বিপুল পরিমাণ ফেনসিডিল ইয়াবা প্রাইভেট কার আটক

কুড়িগ্রামে ৩৮০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষকের পদ শূন্য

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
ছবি লোড হচ্ছে...
ছবি সংগ্রহীত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের ০৯ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ২৪০ টি। এর মধ্যে ৩৮০ টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। সর্বশেষ ২০১৩ সালের পর প্রধান শিক্ষক পদে আর কোনো নিয়োগ হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেয়া হয়নি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতিও। ফলে এ সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেন শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম। যার প্রভাব পড়ছে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চৈতার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আড়াই শতাধিক। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ  ০৮ জন শিক্ষক রয়েছেন। সম্প্রতি প্রধান শিক্ষক বদলি হওয়ায় পদটি শূন্য হয়ে যায়। এর পর থেকে প্রধান শিক্ষক বা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াই চলছে বিদ্যালয়টি।
সদর উপজেলার বাসুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে দেড় বছর ধরে। সেখানে একজন সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। একই অবস্থা জেলার ০৯ টি উপজেলার ৩৮০ টি বিদ্যালয়ের। প্রধান শিক্ষক সংকটে বিঘ্নিত হচ্ছে সহকারী শিক্ষকদের তদারকি, শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম।
সদর উপজেলার বাসুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনা খাতুন বলেন, ‘অনেকদিন ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। যে সহকারী শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে, তাকে প্রায় দিন প্রশাসনিক কাজে সদর উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। ফলে তার ক্লাসগুলো অন্য শিক্ষককে নিতে হয়। আর অন্য কোনো শিক্ষক ছুটিতে থাকলে অনেক ক্লাস নেয়া সম্ভব হয় না। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হচ্ছে।’
সার্বিক বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. নেবজ উদ্দিন সরকার বলেন, ‘২০১৩ সালে দেয়া শিক্ষকদের পদ বিভিন্ন কারণে শূন্য হয়ে গেছে। সরকার সহকারী শিক্ষকদের পদায়নের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সে কার্যক্রম চলমান।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ