তাওতার হোসেন তালহা, বরগুনা প্রতিনিধি:-
আজ রবিবার ৭/১/২০২৪ ইং তারিখ চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১ আসনে (বরগুনা,আমতলী,তালতলী) উপজেলায় মোট ভোটার প্রায় ৪ লক্ষ কিন্তু ভোট কেন্দ্রে তুলনামূলক ভোটারদের উপস্থিতি অসন্তোষজনক।
উল্লেখ্য গত শনিবার বরগুনা তালতলী উপজেলায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল বিস্ফরন ঘটিয়ে বিক্ষভ করেছে বি এম পির নেতা কর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একেরপর এক ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে গতকাল গভীর রাতে। ধারনা করা হচ্ছে এসব অপ্রীতিকর ঘটনার কারনে হয়তো শঙ্কিত ভোটাররা।
উপস্থিত ভোটারদের দাবী এরকম ঘটনা নুতন কিছু নয় বরগুনায়, তুলনামূলক সকালে ভোটারদের উপস্থিতি কমই থাকে এবং বিকেলে ভীর জমাতে পারে বলে মনে করেন।
চলছে ধান কাটার মৌসুম কৃষকরা ধান কাটায় ব্যাস্ত এর প্রাভাব পরেছে অনেক প্রত্যান্ত অঞ্চলের ভোটকেন্দ্রে কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থতিতে মুগ্ধ করেছে কতৃপদের।
নিরাপত্তায় এবং প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তায় ভোটকেন্দ্রে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি।
Leave a Reply