তাওরাত হোসেন তালহা; বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার এলাকায় বন থেকে একটি মেছোবাঘের বাচ্চা উঠে আসে। পরে বাচ্চাটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন পাথরঘাটা বনবিভাগ।
সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারে ওই মেছোবাঘের বাচ্চাটিকে পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কাকচিড়া বাজার এলাকার জামাল নামের স্থানীয় এক বাসিন্দা প্রথমে মেছোবাঘের বাচ্চাটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বনবিভাগকে খবর দিলে পাথরঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা কবির উপস্থিত হয়ে মেছোবাঘের বাচ্চাটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন।
এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মেছোবাঘের বাচ্চাটি একদম ছোট থাকায় ধারণা করা হচ্ছে মা বাঘটিও ওই এলাকার কাছাকাছি কোথাও আছে। এ কারণেই বাচ্চাটিকে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply