তাওরাত হোসেন তালহা, বরগুনার প্রতিনিধি:
‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে বরিশালের দুটি এবং বরগুনার একটি আসনের ভোট থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল-২ ও বিভাগীয় সদর বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ আসনের প্রার্থী খলিলুর রহমান। তারা বলছেন, কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হবে না।
এছাড়াও গাজীপুরে দুটি আসন গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) ও গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীও সরে দাঁড়ালেন।
রোজ রবিবার সকাল ১১:০০ টার সময় বরিশাল সরকারি কলেজে পাশে রজনী গন্ধা কমিনিটি সেন্টারে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচন বাতিলের ঘোষণা করেন সেখানে উপস্থিত ছিলেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং বরগুনা ১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এইচ এম খলিলুর রহমান খলিল এবং আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ও বরগুনা জেলার সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
Leave a Reply