আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ায় আরাফাত হোসেন রয়েল (৩৫) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে শহরের গুণাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয় তিনি এ আদেশ দেন।
আরাফাত হোসেন রয়েল শহরের মুন্সিপাড়ার গ্রামের জিয়াদুল হকের ছেলে। তিনি বিএনপির সমর্থক ছিলেন বলে জানা গেছে।
আদালত সূত্র জানায়, নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার। সোমবার বিকেলে আরাফাত হোসেন আককাছ আলী সরকারের ট্রাক প্রতীকের প্রচারণায় প্রাকার যোগে বজরার দিকে যাচ্ছিলেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছে আরাফাত হোসেন রয়েল নামের আরেক যুবক গাড়িসহ ওই কর্মীকে আটকে দেন। পরে আরাফাত বিষয়টি থানায় অবগত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।
Leave a Reply