আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে এবং কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া জনাবা রুখসানা বেগম এর সভাপতিত্বে কুড়িগ্রামে বই উৎসব আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৪ এর বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত অতিরিক্ত জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুল ইসলাম রাজু ও কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মাছুদুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানস্থলে অতিথিরা উপস্থিত হলে, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়। এরপর কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, “বর্তমানে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে। আমাদের সময় আমরা এতো তাড়াতাড়ি বই হাতে পেতাম না। পুরাতন ব ই দিয়েও পড়াশোনা চালিতে হয়েছিল। শিক্ষার্থীদের পড়াশোনা যেন বাধাগ্রস্ত কোন ভাবেই না হয়। এজন্য জেলা প্রশাসন সবসময় সজাগ থাকবে। প্রয়োজনে দরিদ্র শিক্ষার্থীদের উপকরণ দিয়ে তাদের সহযোগিতা করা হবে।”
শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে সচেষ্ট থাকতে নির্দেশনা দিয়েছেন এবং মুখস্থ বিদ্যার পরিবর্তে বুঝে বুঝে পড়াশোনার প্রতি জোর দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যের পরই জেলা প্রশাসক মহোদয় ২০২৪ শিক্ষা বর্ষের বই উৎসব আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন এবং প্রতিটি শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে তুলে দেন।
Leave a Reply