তাওরাত হোসেন তালহা, বরগুনা প্রতিনিধি:-
বরগুনা পাথরঘাটার গোরস্থান হাফিজি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে দুদিন ধরে পাওয়া যাচ্ছেনা, জানা যায় উক্ত শিক্ষার্থীর নাম রানা (১৭) গত ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রি: রোজ সোমবার ভোর ৫:০০ ঘটিকার সময় মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
রানা পাথরঘাটা থানাধীন ২ নং ওয়ার্ডের পাথরঘাটা পৌরসভা এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে, রানার বাবা মানিক মিয়া পেশায় একজন জেলে।
গোসস্থান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম বলেন উক্ত শিক্ষার্থী তার মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।অপহরন করার পরে দুষ্কৃতকারীরা রানার বাবার কাছে ফোন করে ১ লাখ টাকা দাবী করে রানার মুক্তিপন হিসেবে।
এ ব্যাপারে রানার মা বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করেন।
এর আগেও পাথরঘাটা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী নিখোঁজ হয় এবং অপহরনকারীরা ৩ লাখ টাকা মুক্তপন দাবী করে মুক্তিপন না পেয়ে সেই শিক্ষার্থীকে হত্যা করে। অপহরনকারী সেই ঘাতককে আটক করা হলেও আবারো রানা নিখোঁজ হওয়ায় আতঙ্কে এলাকাবাসী।
এলাকাবাসীদের দাবী অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে, অপরের দমানো যাবে না।
তাই আমাদের সরকার এবং প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
Leave a Reply