আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মোঃ শামছুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(৩১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার রাতে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাখরাজ গ্রামের মাদক কারবারি মোঃ শামছুল হককে তার নিজ বাড়ি থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply