তাওরাত হোসেন তালহা, বরগুনা প্রতিনিধি:-
বরগুনার পাথরঘাটায় বি এফ ডি সি মৎস্য ঘাটে ১৮ কেজি ওজনের একটি স্যালমন ফিস(তাইরা মাছ) অর্ধ লাখ টাকায় বিক্রি হয়েছে বুধবার সকালের দিকে দেশের অন্যতম বৃহত্তম মৎসঘাট পাতরঘাটায় বি এফ ডি সি, ঘাটে এ মাছটি বিক্রি হয়।
বি এফ ডি সি ঘাট সূত্রে জানা যায় সামদ্রিক মাছটির নাম তাইরা হিসেবে পরিচিতি পেলেও এর আসল নাম স্যালমন ফিস কেউ কেউ লক্ষা মাছ হিসেবেও চিনে থাকেন। এ মাছ সুস্বাদু এবং আয়োডিন সম্পন্ন যার কারনে মাছটির দামও অনেক বেশি হয়ে থাকে।
পাথরঘাটা বি এফ ডি সি ঘাটের পাইকার সাইফুল ইসলাম বলেন বড় তাইরা মাছ খুবই কম পাওয়া যায় মাছটি ঢাকার বড় বড় হোটেল ও এয়ার পোর্টে বেশি চাহিদা রয়েছে।
বরগুনা জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন এই মাছটি সচারাচর পাওয়া যায়না আমাদের দেশে এটি সুস্বাদু এবং প্রচুর আয়োডিন সম্পন্ন।
Leave a Reply