আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ইং
কুড়িগ্রামের উলিপুরে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার(১৫ ডিসেম্বর) রাতে পৌর শহরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার পুত্র মোঃ মোজাম্মেল হক মিলন(৩৭) ও কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট আদর্শপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ শামীম রহমান(৩৮) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে এএসআই আনোয়ারুল ইসলাম, কং হারুন অর রশীদ, বজলুর রহমান, রাহেল মিয়াসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply