নিজস্ব প্রতিবেদকঃ গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১৭/০১/২০২৩ ইং তারিখ এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক সুরজ মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি বরিশাল কলেজ এভিনিউ থেকে মেয়ে তার অসুস্থ্য মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনের ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।
মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
অ্যাম্বুলেন্সে যাত্রী ছিলেন বরিশাল কলেজ এভিনিউ রোডের বাসিন্দা জাহানারা বেগম (৫৫), তাঁর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাঁদের স্বজন ফজলে রাব্বী (২৮), স্বজন নবচেতনা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্স চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)। নিহত জাহানারা ও তাদের স্বজনদের সবার স্থায়ী ঠিকানা হল পটুয়াখালী জেলার বাউফল থানায়।
Leave a Reply