নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর নাম মোঃ মাহির শাহরিয়ার (২৬)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার বিকেলে সিলেটের দিকে আসার পথে বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাজীপুরের রাজেন্দ্রপুরের রফিকুল ইসলামের ছেলে মাহির শাহরিয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহিরের বাবা সাবেক সেনা কর্মকর্তা। তিনি একসময় সিলেটে কর্মরত ছিলেন। সেই সূত্রে মাহির সিলেটে তাঁর বন্ধু জনি আহমদের বাড়িতে বেড়াতে যান। গতকাল তাঁরা মোটরসাইকেলে করে সিলেটের বটেশ্বর থেকে হবিগঞ্জে যাওয়ার জন্য বের হন। পথে সিলেটের বাইপাস এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা মাহির এবং তাঁর বন্ধু আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। (সংবাদ সংগ্রহ)
Leave a Reply