অনলাইন ডেস্ক::
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাবলু (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত বাবলু ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা গ্রামের বাসিন্দা।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, গেল ২৬ অক্টোবর দুপুরে ওই গৃহবধূ অসুস্থ অবস্থায় নিজ বাড়ির শয়নঘরে শুয়ে ছিলেন। এদিকে বাবলু ওই বাড়িতে আগে থেকেই স্বামীর বন্ধু হিসেবে যাতায়াত করতো। ঘটনার দিন বাবলু ওই বাড়িতে গিয়ে সকলের অনুপস্থিতে ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষণের স্বীকার ওই গৃহবধূর ভাই বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই আসামি বাবলুকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
Leave a Reply