সাদ্দাম শাহ ::
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে(ভাটার খাল) এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি কিশোর গ্যাংদের সদস্যরা।
আর এসব গ্যাংদের সদস্য দ্বারা মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসা বিনোদন প্রেমিদের পড়তে হয় নানা হয়রানীতে।
গত বুধবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মিজান বেপারী (২০) নামের এক প্রবাসী এ ঘটনার শিকার হন। টাকা ছিনতাই করে ১০নং ওয়ার্ডের চিহ্নিত ছিনতাইকারী ইমন গ্যাং এর সদস্যরা।
ভুক্তভোগী হিজলা উপজেলার মান্দার বাজার এলাকার দুলাল বেপারীর ছেলে। বিদেশ যাওয়ার উদ্দেশ্য ভাটারখাল এলাকায় বোনের বাসায় আসার পথে ছিনতাইকারীদের কবলে পরেন তিনি।
তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গতকাল রাতে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে কিছু কিশোর গ্যাংয়ের হাতে লাঞ্চিত হন মিজান। শুধু লাঞ্চিত হয়েই থেমে নেই, পরবর্তীতে পকেটে গাঁজা ঢুকিয়ে নাটকীয়ভাবে পকেটে থাকা ১৪ হাজার টাকা নিয়ে যায়। ভাটার খাল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শুক্কুর (১৮), জামাল খানের ছেলে জাহিদ (১৭), আনেয়ার হেসেনের ছেলে রিমন (১৭), সবুজ হাওলাদারের ছেলে জিওন (১৫), তারেক গাজীর ছেলে রমজান (১৭), নাজমুল ও রিয়াজসহ ৮/১০ জন মিলে নগরীর অলি গলিতে দলবদ্ধ হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আর সব গ্যাংদের মূল হোতাকে ভাটার খাল এলাকার রিনার ছেলে ইমন (২৩)কে আটক করছেন কোতয়ালী মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, ১০নং ওয়ার্ডে পুলিশের নাকের ডগায় থেকেও নজরে আসছিলো না গ্যাংরা। মুক্তিযোদ্ধা পার্কে প্রতিনিয়ত ঘটছে চুরি,ছিনতাই, মাদক ব্যবসা,লুটপাট, ইভটিজিং সহ একাধীক ঘটনা।
এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ঘুুুুরতে আসা বিনোদন প্রত্যাশীরা ভয়ংকর দুর্ঘটার শিকার হতে পারেন বলে মনে করেন স্থানীয়রা।
Leave a Reply