অনিক সরকার গৌরনদী প্রতিনিধি। গোলাম ফজলে রাব্বি (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বরিশালে গৌরনদী মডেল থানা পুলিশ। আজ সকালে পৌর এলাকার দক্ষিন বিজয়পুর মহল্লার খ্রিস্টানপাড়া থেকে নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেন গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কেএম আব্দুল হক।
নিহত রাব্বি ওই এলাকার মোস্তাফিজুর রহমান বেপারীর পুত্র এবং সরকারী গৌরনদী কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের স্বজনরা জানিয়েছেন, পরিবারের সবার অজান্তে গভীর রাতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি রাব্বি। সকালে খ্রিস্টানপাড়া এলাকার খালপাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয় পথচারীরা।
গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) কেএম আব্দুল হক জানান, সকালে খ্রিস্টানপাড়া এলাকার খালপাড়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রাব্বির লাশ দেখতে পায় পথচারীরা। পরে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
Leave a Reply