নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে(ভাটার খাল)এলাকায় অবস্থীত মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আশা দর্শনার্থীর বিনোদন প্ররবাসীদের টাকা ছিনতাই অভিযোগ পাওয়া যায়।গত কাল ৬ অক্টোবর রোজ বুধবার দুপুর আনুমানিক ১ঘটিকা সময় মিজান বেপারী (২০) পিতা দুলাল বেপারী। হিজলা উপজেলার মান্দার বাজার থেকে আসে বিদেশ যাওয়ার উদ্দেশ্য ভাটারখাল এলাকায় বোনের বাসায় আসেন মিজান।
বোনের বাসায় আশার পথে ছিনতাইকারীদের কবলে পরে। স্থানীয় সুত্রে জানা যায়, আজ দুপুরে কিছু কিশোর গ্যাংদের হাতে লাঞ্চিত হন মিজান শুধু লাঞ্চিত হয়েই থেমে নেই, পরবর্তীতে পকেটে গাঁজা দিয়ে নাটক করে পকেটে থাকা (১৪হাজার টাকা) নিয়ে যায়। ভাটার খাল এলাকার দেলোয়ার হোসেনের পুত্র শুক্কুর(,১৮) জাহিদ (১৭) পিতাঃ জামাল খান,রিমন(১৭) পিতাঃ আনোয়ার হোসেন, জিওন (১৫) পিতাঃ সবুজ হাওলাদ, রমজান (১৭) পিতাঃ তারেক গাজী, নাজমুল ও রিয়াজসহ ৮/১০ জন মিলে নগরীর অলি গলিতে ধাপিয়ে বেড়াচ্ছে। পুলিশের নাকের ডগায় থেকেও তার পরে নজরে আসেনা তারা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়ংকর দুর্ঘটার শিকার হতে পারেন বলে মনে করেন স্থানীয়রা।
Leave a Reply